ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

ঢাকার ধামরাইয়ের মানববন্ধন করে কলেজ ছাত্র ছাত্রীরা

আব্দুর আসিফ জয় মার্চ ১০, ২০২৫, ০২:১২ পিএম ঢাকার ধামরাইয়ের মানববন্ধন করে কলেজ ছাত্র ছাত্রীরা

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সৃহিংসতা নিপীরন ধর্ষণ অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক অবনতি বিচারহীনতা প্রতিবাদে মানববন্ধন করে  ঢাকার ধামরাই ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজর ছাত্র-ছাত্রী ।

এই মানববন্ধনটি ভালুম আতাউর রহমান খান ডিগ্রি কলেজ থেকে শুরু করে কালামপুর বাজার থেকে ঘুরে আবার  কলেজের মাঠে শেষ করে এই মানববন্ধন এ ছিলেন সুমন জাকারিয়া রনিন এ সময় আরো বলেন আমরা অন্যায়কে প্রশ্রয় দিব না অন্যায় দেখলে প্রতিবাদ করব ৷

 

কালের সমাজ//এ.জে 


 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!