ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

লামায় অবৈধ ৩টি ব্রিক্সফিল্ড‍‍`কে ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

মো.ইসমাইলুল করিম,বান্দরবান মার্চ ১৯, ২০২৫, ০৩:৫০ পিএম লামায় অবৈধ ৩টি ব্রিক্সফিল্ড‍‍`কে ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে U.M.B ১ লক্ষ ৫০ হাজার টাকা, S.A.B ব্রিক ফিল্ড‍‍`কে ২ লক্ষ টাকা B.B.M ২ লক্ষ টাকা মোট ৩টি ব্রিক্সফিল্ড‍‍`কে ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। 

তাছাড়াও পানি দিয়ে ইটভাটা সমূহের চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সরেজমিনে দেখা যায় বুধবার (১৯মার্চ) দুপুর ১২টায় ২ টা পর্যন্ত এ‍‍`অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, মোবাইল কোর্টে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ১৫ (১) লংঘনের দায়ে ফাইতং ইউনিয়নে ৩টি অবৈধ ইটভাটায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানী কাঠ ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

 

ইটভাটা অনুমোদিত কোনো বৈধ ইটের ভাটা নেই। অবৈধ ইটের ভাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে সহযোগিতায় ছিলেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন, লামা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।


 

কালের সমাজ// এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!