বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ বুধবার বাদ আছর, রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রংপুর আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মো: আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। প্রধান অতিথি তার বক্তব্যে রোজার তাৎপর্য তুলে ধরেন এবং ২৪ শের গণ অভ্যুত্থানের সহিত ও আহতদের স্মরণে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন রংপুর আনসার ও ভিডিপির উন্নয়ন ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো: আনিছুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রংপুর শাখার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থপক আবু সালেহ মো: বায়েজীদ হোসাইনসহ রংপুর জেলা সার্কেল অ্যাডজুটেন্ট, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক/প্রশিক্ষিকা, রেঞ্জ ও জেলার কর্মকর্তা-কর্মচারী ও
ব্যাটালিয়ান আনসার সদস্যগণ প্রমুখ।
কালের সমাজ//এ.জে
আপনার মতামত লিখুন :