ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

পটুয়াখালীতে কলেজছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার -১

মো: কাওসার ,পটুয়াখালী মার্চ ২০, ২০২৫, ০১:৩৫ পিএম পটুয়াখালীতে কলেজছাত্রীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার -১

পটুয়াখালীতে এক কলেজ ছাত্রীকে (১৭) সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সাকিব মুন্সী নামের একজনকে গ্রেফতার করেছেন পুলিশ। 

বুধবার (১৯ মার্চ) বিকালে দুমকি উপজেলার পাঙ্গাশিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। আগে মঙ্গলবার সন্ধায় দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুই জনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা করেছেন ওই কলেজ ছাত্রী। 

স্থানীয় সূত্রে জানায়, ধর্ষনের শিকার ওই কলেজ ছাত্রীর পিতা জুলাই ‍‍`২৪ আন্দোলনে ঢাকায় নিহত হয়েছেন। পাঙ্গাশিয়া থেকে   বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন। ওই কলেজ শিক্ষার্থী দুমকি উপজেলার একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। 

অভিযোগে জানা যায়, কলেজছাত্রী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একই এলাকায় নিজ বাড়ি থেকে নানা বাড়ী যাওয়ার পথে ওই গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সী ও তার এক সহযোগি মিলে ওই কলেজছাত্রীকে জোড়পূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সীর বাড়ির বাগানে পালাক্রমে ধর্ষণ করে । এসময় তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। ভিকটিমের ডাক চিৎকার দিলেও নির্জন এলাকা হওয়ায় কারো সাড়া পায়নি। এঘটনা কাউকে বললে ভিডিও ক্লীপ ও ছবি নেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষনকারীরা চলে যায়। এঘটনায় পর বুধবার ওই কলেজছাত্রী দুমকি থানায় হাজির হয়ে এ ঘটনার অভিযোগ দায়ের করে। 

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন এ ঘটনার পর ওই কলেজ ছাত্রী বাদি হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা করেছে। প্রধান আসামি গ্রেফতার হয়েছে। অন্য আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।  তদন্তের কারনে অন্য আসামির নাম প্রকাশ করছিনা।  ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

কালের সমাজ//এ.জে

Side banner
Link copied!