ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

পাবনায় ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি মার্চ ২১, ২০২৫, ১১:২০ এএম পাবনায় ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ,ধর্ষক গ্রেপ্তার

পাবনার সাঁথিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে  আকাশ হোসেন (২৩) নামক এক যুবক কে   গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ১৯ মার্চ (বুধবার) দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন গোপীনাথপুর গ্রামে। ধর্ষক আকাশ ওই গ্রামের দবির প্রামানিকের ছেলে।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯ মার্চ (বুধবার) দুপুরে গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রীর(১২)  বাবা-মা পারিবারিক কাজে বাড়ির বাইরে থাকার সুযোগে ধর্ষক আকাশ ঘরে ঢুকে দরজা আটকে দিয়ে ধর্ষণ করে। এসময়  ধর্ষিতার মা ঘরের দরজা খুলতে না পেয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে লোকজনকে ডাকাডাকি  করতে থাকে। এসময় ধর্ষক আকাশ ঘরের দরজা ভেঙ্গে দ্রুত বের হয়ে আসে। এক পর্যায়ে এলাকাবাসী তাকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায়। পরে রাত ৯টায় ধর্ষিতার মা ধর্ষিতাকে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করেন।

ধর্ষিতার মা জানান, সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ধর্ষিতাকে পাবনা জেনারেল হাসপাতালে রেফারেল করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মার্চ) ধর্ষিতার মা বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ২০ মার্চ বৃহস্পতিবার বিকেলে ধর্ষক  আকাশকে গ্রেপ্তার করেছে। 

 

কালের সমাজ//এ.জে

Side banner
Link copied!