ঢাকা সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার

জেলা প্রতিনিধি,রাজবাড়ী মার্চ ২১, ২০২৫, ০৭:১৩ পিএম রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ প্রীতম কর্মকার (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। শুক্রবার( ২১শে মার্চ) ভোর ৪ টার দিকে পৌরসভার নিউ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার প্রীতম কর্মকার রাজবাড়ী পৌরসভার ২নং রেলগেট বিনোদপুর এলাকার কৃষ্ণ কর্মকারের ছেলে।

জানা গেছে, গতকাল ২১শে মার্চ ভোরে রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য রাজবাড়ী পৌরসভার নিউ কলোনী এলাকার এল-২৭১ বাসায় যৌথ অভিযান পরিচালনা করে।এসময় প্রীতম কর্মকারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি ধারালো চাকু, একটি ফোল্ডিং চাকু ও একটি লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত প্রীতম কর্মকারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।


কালের সমাজ//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর