ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, পতিত স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে আছে। এই সব দোসরদের বিতাড়িত করাই রাষ্ট্র সংস্কারের প্রথম কাজ হওয়া উচিত। শনিবার (২২ মার্চ) ধামরাইয়ের সোমভাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আওয়ামী লীগের দোসররা সরকারে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনে কাজ করছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হচ্ছে। এটি হলে পতিত স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, গত তিন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তরুণ প্রজন্মের কোটি কোটি ভোটার জীবনে একবারও ভোট দিতে পারেনি। এসব ভোটারদের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্যে সবার আগে প্রয়োজন জাতীয় নির্বাচন অনুষ্ঠান।
ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় নেতা লোকমান দেওয়ান, মজিবর রহমান খান, আফসার উদ্দিন, ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরি টুটুল, শাহাজাহান হোসেন শিপু, আবু তাহের, আক্তারুজ্জামান লিটন প্রমুখ।
কালের সমাজ/ সাএ

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :