জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সরিষাবাড়ী`র ভাটারা ইউনিয়নে শনিবার ২১ রমজান বিকাল ৪ ঘটিকায় ভাটারা স্কুল এ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভাটারা ইউনিয়ন সেক্রেটারী মাওঃ হারুন অর রশিদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উক্ত ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ আবু তাহের(রুবেল)।
এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জামালপুর আইনজীবী সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী`র কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা সেক্রেটারী ও ১৪১, জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব এড. মোঃ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহঃ সেক্রেটারী মাওঃ নুুরুল হক জামালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি এড. আছিমুল ইসলাম, উপজেলা আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল, সেক্রেটারী মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন, পৌর আমীর গোলাম রব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা সভাপতি আক্তারুজ্জমান সোহাগ।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :