ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
নারায়ণগঞ্জে প্রানিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে

সুলভ মূল্যে দুধ,ডিম,গরু ও মুরগির মাংস বিক্রির কার্যক্রম শুরু

কালের সমাজ ডেস্ক | মার্চ ২৪, ২০২৫, ১১:৪৩ এএম সুলভ মূল্যে দুধ,ডিম,গরু ও মুরগির মাংস বিক্রির কার্যক্রম শুরু

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সুলভমূল্যে ডিম, দুধ, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২৩ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই  কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম।  

নারায়ণগঞ্জ শহরের তিনটি স্থানে এ সেবা প্রদান করা হবে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চাষাঢ়া মোড় ও ফতুল্লার তক্কার মাঠ।  

এই কর্মসূচির আওতায় নির্ধারিত মূল্যে ডিম বিক্রি করা হবে প্রতি ডজন ১০০ টাকা, প্রতি কেজি দুধ ৮০টাকা ,গরুর মাংস ৬৫০ টাকা কেজি এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৫০ টাকা দরে বিক্রি করা হবে।

সাধারণ মানুষের জন্য নেওয়া এই বিশেষ উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত চলবে। 

এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির জনগণ, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাবার ক্রয় করতে পারবেন বলে আশা করছেন জেলা প্রশাসক সহ সকল শ্রেণীর দায়িত্বশীলরা।


 কালের সমাজ//এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!