রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেলসহ মোঃ সাইদুল ইসলাম (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাইদুল ইসলাম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক সাইদুল ইসলাম অজ্ঞাতনামা ৪-৫ জন সহযোগীর সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে পাংশা থানা ও আশপাশের এলাকায় কেনাবেচা করে আসছিল। স্থানীয়ভাবে তার বিরুদ্ধে চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগ রয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে
আটককৃত সাইদুলের হেফাজত থেকে একটি চোরাই ১৫৫ সিসির সিলভার রঙের সুজুকি জিক্সার এসএফ
মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মোটরসাইকেলের আনুমানিক মূল্য ৩ লাখ ৩০ হাজার টাকা।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, আটক সাইদুল ইসলাম চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত।সে চোরাই মাল হেফাজতে রেখে বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে পেনাল কোড ৪১৩ ধারা মোতাবেক মামলা হয়েছে।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :