ঢাকা মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

গাজীপুর জেলা বিএনপির ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

কায়সার আহমেদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি মার্চ ২৫, ২০২৫, ০২:৩২ পিএম গাজীপুর জেলা বিএনপির ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর ১৮ ঘন্টা পর মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর দেড়টায় ওই কমিটির ২৯ নম্বর সদস্য আবুল প্রধানের নাম কমিটি থেকে প্রত্যাহার করে নেওয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দলের জেলা কমিটির সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক মিলনকে আহ্বায়ক এবং ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে দলের কেন্দ্রীয় কমিটি।

কমিটিতে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে এক নম্বর যুগ্ম-আহ্বায়ক এবং জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানকে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অন্যান্য সদস্যরা হলেন, পীরজাদা মাওলানা এসএম রুহুল আমিন, হুমায়ুন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সাখাওয়াত হোসেন সবুজ, ভিপি হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আবু তাহের মুসুল্লি, খায়রুল আহসান মিন্টু, হোসেন আরমান মাস্টার, নুরুল ইসলাম সিকদার, মোয়াজ্জেম দেওয়ান, পারভেজ আহমেদ, খালেকুজ্জামান বাবলু, জয়নাল আবেদীন রিজভী, বিল্লাল হোসেন বেপারী, ইব্রাহিম প্রধান, রিয়াজ উদ্দিন আহমেদ, এম. আনোয়ার হোসেন, আব্দুল জলিল মন্ডল, মেহেরুল ইসলাম বকশী মুরাদ, আব্দুল মান্নান দেওয়ান, ফ ম মমতাজুদ্দিন, আফজাল হোসেন বেপারী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, আজগর হোসেন খান, আবুল মনসুর মন্ডল, রাশেদুল হক, আনোয়ার হোসেন বেপারী, সাখোয়াত হোসেন সেলিম, বাবু বিধান কান্ত বর্মণ।

প্রসঙ্গত, গাজীপুর জেলা বিএনপির ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির একজন সদস্যকে প্রত্যাহার করায় এখন ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ২৯ নম্বর সদস্য আবুল প্রধানের নাম কমিটি থেকে প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
 

 

কালের সমাজ//এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!