মধুখালীতে অবৈধভাবে সরকারী খাল থেকে মাটি কাটার অভিযোগে ভেকু জব্দ করছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২ টায় উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর গ্রামে সরকারী খালের মাটি কাটার অভিযোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মধুখালী উপজেলা সহকারী (ভূমি) মোঃ এরফানুর রহমান, জানা যায়, উপজেলার রায়পুর ইউনিয়নের বকশীপুর গ্রামে সরকারী খালে ভেকু দিয়ে দীর্ঘদিন যাবৎ একটি প্রভাবশালী মহল মাটি কেটে ভাটায় বিক্রি করছে এবং অবৈধ মাটির ট্রাক্টর মধুখালীর ঢাকা - খুলনা মহাসড়কে মাটি ফেলে সড়কে চলাচলে অনুপযোগী করে তুলছে। উপজেলা সহকারী (ভূমি) মোঃ এরফানুর রহমান জানান, অবৈধভাবে সরকারি খাল থেকে মাটি কাটার অভিযোগ পেয়েছি এবং একটি ভেকু জব্দ করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটা ও বালি কাটার বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :