কোন প্রকারের ঘোষণা ছাড়াই প্রতিনিয়ত চালের বাজারে দাম বেড়েই চলেছে।কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না চালের দাম। রমজানের বাকি নিত্যপণ্যের বাজার মোটামুটি সহনশীল থাকলেও চালের দাম দিন দিন বাড়ছে। পাইকারীতে গত এক সপ্তাহের ব্যবধানে পাঁচ ধরনের চালের দাম (৫০ কেজি বস্তা) বেড়েছে সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত। কেজি হিসেবে ৫ টাকা। অথচ এই সময়ের চালের বাজার বাড়ার কথা না।
সংশ্লিষ্টরা বলছেন, উত্তরাঞ্চলের চালের মোকাম মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়াচ্ছেন। তাদের মিলে প্রশাসনের দৃশ্যমান কোনো অভিযানও নাই। যার ফলে তারা এক প্রকার মনোপলি ব্যবসা করছেন। ভোক্তারা বলছেন, চালের বাজার দীর্ঘ সময় ধরে অস্থির। কিন্তু প্রশাসনের এ দিকে কোনো নজরদারি নাই। এতে ব্যবসায়ীরা আরো বেশি মনোপলি ব্যবসা করছেন। নিজেদের খেয়াল খুশি মতো দাম বাড়িয়ে যাচ্ছেন। নগরীর চালের আড়ত চাক্তাইয়ের চালপট্টি ও পাহাড়তলীতে খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে বিশেষ করে নাজিরশাইল সিদ্ধ, জিরাশাইল সিদ্ধ, মিনিকেট আতপ, মিনিকেট আতপ, কাটারীভোগ আতপ চাালের দাম বস্তাপ্রতি (৫০ কেজি) সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত বেড়েছে। চালের আড়তদাররা জানান, বর্তমানে জিরাশাইল সিদ্ধ বস্তায় ২০০ টাকা বেড়ে গিয়ে এখন বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকায়। এছাড়া মিনিকেট সিদ্ধ ১০০ টাকা বেড়ে ২ হাজার ৯০০ টাকা, পাইজাম সিদ্ধ বস্তায় ১০০ টাকা বেড়ে ২ হাজার ৮৫০ টাকা, কাটারিভোগ সিদ্ধ ২০০ টাকা বেড়ে গিয়ে ৪ হাজার ২০০ টাকা, কাটারিভোগ আতপ বস্তাপ্রতি ২০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ৪ হাজার ৪০০ টাকা, মিনিকেট আতপ ১৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকা, নাজিরশাইল সিদ্ধ ২৫০ টাকা বেড়ে ৪ হাজার ৪৫০ টাকা, স্বর্ণা সিদ্ধ ২ হাজার ৫৫০ টাকা, বেতী আতপ ২ হাজার ৯৫০ টাকা এবং মোটা সিদ্ধ বস্তায় বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়।
ক্রেতা সাধারণের অভিযোগ পূর্ব ঘোষণা ছাড়া কোন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বিক্রেতারা। এ ধরনের কর্মকাণ্ড করা অবৈধ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। বাজারে তেমন কোন চালের সংকট নেই কিন্তু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে পড়ে সাধারণ ক্রেতাদের পকেট কেটে নিচ্ছে অতিরিক্ত মূল্য নিয়ে। বাজার সিন্ডিকেট বহাল থাকার কারণে এ ধরনের কর্মকাণ্ড উঠে যাচ্ছে বলে ক্রেতাদের অভিযোগ।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :