ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

লামায় বেশি দামে গরুর মাংস বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

মো. ইসমাইলুল করিম, বান্দরবান মার্চ ২৭, ২০২৫, ০২:৫০ পিএম লামায় বেশি দামে গরুর মাংস বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

পার্বত্য জেলার বান্দরবানের লামায় পৌরসভা কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে গরুর মাংস বিক্রয় করায় লামা বাজারের তিনজন গরু মাংস ব্যবসায়ীকে ৭ হাজার করে মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ডপ্রাপ্ত তারা লামা বাজারে মাংস ব্যবসায়ী,বেশি দামে মাংস বিক্রি না করার জন্য সর্তকতা করা হয়। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন তিনি জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

এ সময় তিনটি গরু মাংস ব্যবসা প্রতিষ্ঠানকে, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রির দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।


কালের সমাজ//এ.জে

Side banner