পবিত্র মাহে রমাদান উপলক্ষে লোহাগাড়ার সর্বস্থরের জনসাধারণ নিয়ে ইফতার মাহফিল করেছে সামাজিক ও মানবিক সংগঠন একতা পরিবার। বৃহস্পতিবার (২৭ মার্চ) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটাস্থ ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাওলানা মুসা তুরাইনের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামীর উত্তর সাতকানিয়া সাঙ্গু থানার আমির জি.এম.ফরিদুল আলম,আমিরাবাদ ইউনিয়নের দায়িত্বশীল মাস্টার মোবারক হোসাইনইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন ।
আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দীন, আরমান, আদিল, আমির, হেলাল, খালেদ, টুটুল, মো:মন্নান, বেলাল উদ্দীন, মিজানুর রহমান, আব্দুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
 
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :