ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

সিএমপির বিশেষ অভিযানে ৩১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি মার্চ ২৯, ২০২৫, ০৭:৪৩ পিএম সিএমপির বিশেষ অভিযানে ৩১ জন গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চালানো অভিযানে খুলশী, চান্দগাঁও, বাকলিয়া, ডবলমুরিং, আকবরশাহ, হালিশহর, ইপিজেড, বায়েজিদ বোস্তামী, কর্ণফুলী, সদরঘাট, পাহাড়তলী, চকবাজার, পতেঙ্গা, পাঁচলাইশ ও কোতোয়ালী থানার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—আব্দুল্লাহ আল মামুন (৪১), মোঃ সাহাব উদ্দিন (৩৫), মোঃ বাবুল মিয়া (৩৫), মেহেদী হাসান (২৭), মোঃ আসিফ (২১), মিজানুর রহমান মিলন (৪৯), মোঃ সাজ্জাদ হোসেন বাবু (৩০), মাহাবুব হোসেন বিজয় (১৯), মোঃ আলী (৪৪), মনির (২৫), মোঃ সাইফুল ইসলাম বাবু (২৩), মোঃ হোসেন (২৪) এবং আরও অনেকে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

 

 

কালের সমাজ //এ.জে

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!