ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশারের উপর বোমা হামলায় প্রতিবাদে কয়রা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ এপ্রিল ) বেলা ১১ টায় কয়রা সদরে এ উপলক্ষে বিক্ষোভ মিছিল শেষে তিন রাস্তার মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন কয়রা উপজেলা বিএনপি নেতা এম এ হাসান, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, কোহিনূর আলম, সালাউদ্দিন লিটন, আঃ সামাদ, আঃ রহিম সানা, আবুল বাশার ডাবলু, মিজানুর রহমান লিটন,মুনছুর রহমান, মঞ্জুর মোর্শেদ, ডিএম হাফিজুর রহমান, আব্দুল হামিদ সানা ইসলাম, মফিজুল ইসলাম ওসমান গনি খোকন, মাকসুদ, ফারুক হোসেন, জলিল, আনারুল সানা, আশরাফুল ইসলাম পল্টু, যুবদল নেতা এহসানুর রহমান, আকবার হোসেন, আছাদুল ইসলাম, ইউনুছ আলী, দেলোয়ার হোসেন,ডাবলু, কৃষক দল নেতা এস এম গোলাম রসুল, আবু সাঈদ মালী, স্বেচ্ছাসেবক দলে নেতা ডাঃনুর ইসলাম খোকন,নুরুল ইসলাম খোকা, ডিএম হেলান উদ্দিন, রবিউল ইসলাম জামাল হোসেন, রিয়াছাদুজ্জামান বাবলু,ছাত্র নেতা আরিফ বিল্যাহ সবুজ, মাহমুদ হাসান, ইমরান হোসেন প্রমুখ।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :