ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র ও তৌহিদি জনতা।
সোমবার (৭ এপ্রিল) সকালে উপজেলার ভুলতা, মুড়াপাড়া, কাঞ্চন এবং পূর্বাচলের ৩শ ফিট এলাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের হয়ে তা সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, “ফিলিস্তিন মুসলমানদের আত্মার স্পন্দন। পবিত্র আল-আকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে। ইসলামের প্রথম কিবলা ও ঐতিহাসিক এই স্থানে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ প্রয়োজন।”
তারা আরও বলেন, “এই নির্মম হামলা শুধু ফিলিস্তিনের উপর নয়, এটি গোটা মুসলিম উম্মাহর উপর আঘাত। যেখানে নিরীহ শিশু ও নারীদের রক্ত ঝরছে, সেখানে নিরবতা মানেই অন্যায়ের অংশীদার হওয়া। যতদিন নির্যাতন চলবে, ততদিন আমাদের প্রতিবাদও চলবে।”
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :