গাজায় ইসরায়েলি নৃশংসতা, গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি বের হয় এবং পরে কপোতাক্ষ কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দিন, ইউনিয়ন আমির মোঃ মিজানুর রহমান, মাষ্টার নুর কামাল, মাওলানা মতিউর রহমান, মোঃ আঃ হামিদ, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শামিউল ইসলাম, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোশাররফ হোসেন রাতুল সহ আরও অনেকে।
বক্তারা গাজার মুসলিম জনগণের উপর ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে এর অবসান দাবি করেন। তারা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা পালনের দাবি জানান।
এছাড়া, সমাবেশে ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটেরও আহ্বান জানানো হয়।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :