গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বগুড়ায় ‘নো-ওয়ার্ক নো-স্কুল’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকেই ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছেন বগুড়ার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়েছে শিক্ষক, একাধিক রাজনৈতিক ছাত্র সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষ।
সোমবার (০৭ এপ্রিল ) বেলা ১১ টা থেকে সর্বস্তরের মানুষ শহরের সাতমাথায় জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন ৷ পুরো সাতমাথা একরকম গণ সমুদ্রে রুপ নেয়। একপর্যায়ে সেখানে থেকে বিক্ষোভ মিছিল পুলিশ প্লাজা মোড় হয়ে জলেশ্বরীতলা প্রদক্ষিণ করে আবারও সাতমাথায় এসে সমবেত হয়।
সড়কের একপাশ ছেড়ে দিয়ে দুই ঘন্টা যাবত সাতমাথায় বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা। এই সময় স্বাধীন ফিলিস্তিনের দাবি জানিয়ে নারায়ে তাকবির, আল্লাহু আকবার, ফ্রি ফ্রি প্যালেস্টাইনসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে নগরীর রাজপথ। মিছিলটি নগরীর জিরো পয়েন্ট, বড় মসজিদ রোড, স্টেশন রোড মোড় , নতুন বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের টাউন হল মোড় এসে শেষ হয়। মিছিল থেকে ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান বিক্ষোভকারীরা।
বগুড়া সদর থানা পুলিশের ওসি এসএম মঈনউদ্দিন জানান ,শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের কর্মসূচি শেষ হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ৷
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :