ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

নিজের শরীরে আগুন দিয়ে যুবলীগ নেতার মৃত্যু

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১০, ২০২৫, ০৪:৪০ পিএম নিজের শরীরে আগুন দিয়ে যুবলীগ নেতার মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় নিজের শরীরে আগুন দিয়ে এক যুবলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটে গত ৭ এপ্রিল (মঙ্গলবার) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে। পারিবারিক কলহের জেরে মো. মোশাররফ মিয়ার ছেলে মো. আশিক (৩০) নিজ বসতঘরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

দগ্ধ অবস্থায় আশিককে দ্রুত উদ্ধার করে স্বজন ও প্রতিবেশীরা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১১টায় তিনি মারা যান।

নিহত আশিক যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!