চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে মিনু আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর স্বামী ফরিদুল আলম পালিয়ে যায়। পুলিশ ঘাতককে গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটে শুক্রবার (১১ এপ্রিল) ভোররাতে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা এলাকার শেওলাবাপের নতুন বাড়িতে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিনু আক্তার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা এলাকার অজি আহমদের মেয়ে। প্রায় ১৫ বছর আগে তার বিয়ে হয় খানখানাবাদ ইউনিয়নের ডোংরা কালু ফকির বাড়ির মৃত দুধু মিয়ার ছেলে ফরিদুল আলমের (৪২) সঙ্গে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলেসহ তিন সন্তান রয়েছে।
ফরিদুল আলম পেশায় মোবাইল ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে অবস্থান করতেন এবং মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দীর্ঘদিনের। পারিবারিক অশান্তি প্রায় সময়ই চরমে পৌঁছাত।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোররাতে চট্টগ্রাম শহর থেকে হঠাৎ বাড়িতে আসে ফরিদুল আলম। ঘরে ঢুকে ঘুমন্ত স্ত্রী মিনুকে বাম চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গৃহবধূর চিৎকার শুনে স্বজনরা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, "ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত ফরিদুল আলমকে আটকের জন্য সম্ভাব্য স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।"
এ ঘটনায় বাঁশখালী থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কালের সমাজ//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :