ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সিদ্ধিরগঞ্জ থেকে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১১, ২০২৫, ০৪:৫৩ পিএম সিদ্ধিরগঞ্জ থেকে দুই নারী ও এক শিশুর  বস্তাবন্দী লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে মিজমিজি পশ্চিমপাড়ার একটি ডোবার পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন,স্থানীয়রা ডোবার পাশে একটি খণ্ডিত হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বস্তা উদ্ধার করে। বস্তা খুলে দেখা যায়, সেখানে খণ্ডিত তিনটি মরদেহ রয়েছে। এর মধ্যে দুইটি নারীর এবং একটি শিশুর।

তিনি আরও জানান, মরদেহগুলোর মাথা,হাত-পাসহ বিভিন্ন অংশ খণ্ডিত করে বস্তাবন্দি করা হয়েছে। এখনো নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

কালের সমাজ// এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!