শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হওয়া পরীক্ষায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, মধুখালী পৌর শাখা।
পরীক্ষার প্রথম দিনেই পৌর ছাত্রদলের পক্ষ থেকে নেওয়া হয় ব্যতিক্রমধর্মী এক মানবিক উদ্যোগ। সকাল ৯টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশ ফটকে স্থাপন করা হয় সহায়তা ডেস্ক (হেল্পডেস্ক)। সেখানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কলম, স্কেল, ফাইল এবং বোতলজাত পানি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, বারবার কারাবরণকারী ছাত্রনেতা গোলাম সারাফাত শরৎ, যুগ্ম আহ্বায়ক রানা শেখ, সরকারি আইনউদ্দীন কলেজ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিজভী আহম্মেদ, যুগ্ম সম্পাদক ফয়সাল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হাসান এবং পৌর ছাত্রদলনেতা রাব্বি মিয়া, তাসিন মিয়া, ওবায়দুল, আল-আমীন, সাকিব, তামজিদ, রেজাউল, সানী, আবদুল্লাহ মন্ডল, চয়ন রায়, রাজু আহমেদ, মোবারক প্রমুখ।
এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবকরা। অনেকেই ছাত্রদল এবং নেতা গোলাম সারাফাত শরৎসহ উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, পরীক্ষার প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার যে নজির গড়েছে মধুখালী পৌর ছাত্রদল, তা প্রশংসিত হয়েছে সর্বমহলে।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :