গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা ও মুসলমানদের ওপর গণহত্যার প্রতিবাদে খুলনার কয়রা উপজেলায় হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় কয়রা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান। তিনি বলেন, “গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিরীহ মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কোনো মুসলিম জাতি এই গণহত্যা মেনে নিতে পারে না। বাংলাদেশের মানুষ আজ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। এই বর্বরতা বন্ধ না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
সমাবেশ পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন খুলনা জজ কোর্টের এজিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, পাইকগাছা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি কুদরুতুল্লাহ কাসেমী, কয়রা উপজেলা ইমাম পরিষদের সহ-সভাপতি শেখ সায়ফুল্লাহ, মুফতি জমিরুল ইসলাম, মাওলানা আইয়ুব আলী এবং কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম প্রমুখ।
বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ ও মুসলিম বিশ্বের একতাবদ্ধ প্রতিক্রিয়ার আহ্বান জানান।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :