গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রাজুকে উচ্চ আদালত প্রদত্ত ছয় সপ্তাহের জামিন শেষে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন গোপালগঞ্জ জেলা দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে আদালত এ আদেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি ২০২৫, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনের দোকানগুলোর সামনে আওয়ামী লীগের কর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং একটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়।
পরদিন ৩ ফেব্রুয়ারি, টুঙ্গিপাড়া থানায় সাব-ইন্সপেক্টর মো. রাব্বী মোরছালিন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) এর ৬/১০/১২/১৩ ধারা অনুযায়ী ১০১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০০-৪৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। সাইফুল ইসলাম রাজু ওই মামলার ৬২ নম্বর আসামি।
সাইফুল ইসলাম রাজু পূর্ব টুঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা ছিলেন টুঙ্গিপাড়ার প্রখ্যাত শিক্ষক, সরকারি শেখ মুজিবুর রহমান কলেজের সাবেক উপাধ্যক্ষ মরহুম আইয়ুব আলী মোল্লা।
রাজুর স্ত্রী সামছুন্নাহার লাকী বলেন, “আমার স্বামী একজন শিক্ষক ও ক্রীড়ানুরাগী। আমরা গত ১০ বছর ধরে গোপালগঞ্জ শহরে বসবাস করছি। ঘটনার রাতে তিনি টুঙ্গিপাড়ায় ছিলেন না, গোপালগঞ্জ শহরেই অবস্থান করছিলেন। তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। আমি তার মুক্তি দাবি করছি।”
তার ছোট ভাই, পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম অপু বলেন, “আমার ভাই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। বরং আমি নিজে রাজনীতি করি। আমার ওপর প্রতিশোধ নিতে ভাইকে এই মামলায় জড়ানো হয়েছে। আমি তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আশিকুর রহমান বশার বলেন, “রাজু কখনো রাজনীতিতে জড়িত ছিলেন না। তিনি একজন মাঠের মানুষ, খেলাধুলার সঙ্গে জড়িত। তার গ্রেফতার অত্যন্ত দুঃখজনক। বর্তমানে টুঙ্গিপাড়ায় যে গণগ্রেফতার চলছে, এটি তারই অংশ। আমি এই গ্রেফতারের নিন্দা জানাই।”
এছাড়া, টুঙ্গিপাড়া আর্ট স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রাজুর গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কালের সমাজ// এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :