গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসিমউদ্দীন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারাদেশে চলমান এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের সহযোগিতার অংশ হিসেবে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ অন্তর শিকদারসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ আয়োজনের মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে মানসিক চাঙা ভাব সৃষ্টি এবং পরীক্ষার দিনগুলোতে তাদের পাশে থেকে সহযোগিতা করার বার্তা দিতে চেয়েছে উপজেলা ছাত্রদল।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :