ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ইছাপাশা গ্রামে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন আলফাডাঙ্গা পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান (৪৫)। বুধবার (১৭ এপ্রিল) রাতের কোনো এক সময় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওবায়দুর রহমান এলাকার পরিচিত ব্যক্তি ছিলেন এবং মৃত আঃ খালেক (ডক সাহেব) এর বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কৃষক দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্তের অংশ হিসেবে দুইজন নারীকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। আটকদের বিষয়ে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।”
স্থানীয় জনগণের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী হত্যার কারণ ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
কালের সমাজ// এ.জে
আপনার মতামত লিখুন :