ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলেন কোস্টগার্ড পশ্চিম জোন

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৭, ২০২৫, ০৬:০৯ পিএম মোংলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলেন কোস্টগার্ড পশ্চিম জোন

কোস্ট গার্ডের আয়োজনে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের মোংলার প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এসময় সাথে ছিল আমেরিকান দুতাবাসের একটি মেডিকেল টিম। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মোংলার জয়মনিরঘোল এলাকায় এই সেবা শেষে দেওয়া হয় ঔষধ, শাড়ি , গেঞ্জি ও জামা । ২ শতাধিক লোকদের এই সেবা প্রদান করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মাকসুদা জাহান বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বাগেরহাট জেলার মোংলা থানাধীন জয়মনিঘোল ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দুই শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, এছাড়াও, অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
উক্ত চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন আমেরিকান দুতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্টের পরিচালক রায়ান রে এবং এসএসজি ইউএসবি টেলর চেজ টিলার,স্থানীয় প্রশাসন, বনবিভাগের প্রতিনিধি, জন প্রতিনিধিগণ এবং সাধারন জনগণ উপস্থিত ছিলেন।

 

কালের সমাজ// এ.জে

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!