ঢাকা শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি এপ্রিল ২৩, ২০২৫, ০২:০৬ পিএম সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস  উপলক্ষ্যে আলোচনা সভা

‍‍`স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি‍‍` স্লোগানে সাতক্ষীরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন   অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল । 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন্নাহার অন্যান্যের মধ্যে বক্তব্য দেন  সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার জয়ন্ত কুমার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,  ডাক্তার এস এম হাবিবুর রহমান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল  সাইকোলজিস্ট মীর মহব্বত  আলী, সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা।


জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার সুমনা শারমিন এর সঞ্চালনায় অটিজম বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন  জেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) তরিকুল ইসলাম।

 

কালের সমাজ//সা.প্র//এ.জে

Side banner