ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

স্টাফ রিপোর্টার এপ্রিল ২৩, ২০২৫, ০২:৪৮ পিএম হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মিছিল করেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বিনাপানি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

সাবেক শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী এলাকায় গিয়ে শেষ হয়।

মিছিলে দেওয়া স্লোগানে নেতাকর্মীরা জানান, “অচিরেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।”
তারা আরও দাবি করেন, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ছাত্রলীগ সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।”

এই মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের অধিকাংশই ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত একটি অংশের সাথে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 


কালের সমাজ//গো.প্র//এ.জে

Side banner
Link copied!