বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন ও চিলা ইউনিয়নের সংযোগ এলাকার বাশতলা পুটিমারি খালের ওপর নির্মাণাধীন ৯০ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণে চরম অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও মোংলা উপজেলা প্রকৌশলীর দপ্তর থেকে তথ্য সংগ্রহের পর, সরেজমিন গিয়ে দেখা যায় ব্রিজটির নির্মাণ স্লোভের কাজে অনিয়মের প্রমাণ দৃশ্যমান। এ সময় দেখা যায়, ব্রিজের গার্ডার ও কলাম নির্মিত হলেও এখনো অ্যাপ্রোচ ও রোডের কাজ শুরুই হয়নি।
এলাকাবাসী জানান মোংলা উপজেলার বাশতলা এলাকায় পুটিমারি ব্রীজের স্লোভের কাজ আজ দুই বছর অসমাপ্ত যার কারণে আমাদের ছেলে মেয়েদের স্কুলে যেতে হচ্ছে বাসের সাঁকো পার হয়ে। কখনো কখনো এই সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়তে হচ্ছে তাদের সন্তানদের। তারা আরো বলেন ব্রিজের স্লোভের কাজ অসমাপ্ত থাকায় তাদের মোংলা শহর থেকে বাড়ির মালামাল কিনে ১৫ কিলোমিটার ঘুরে গাড়িতে করে তাদের নিজ অবস্থানে আসতে হচ্ছে।
মোংলা উপজেলা প্রকৌশলী জানান, ব্রিজের কাজ এখনও চলমান রয়েছে। চুক্তি অনুযায়ী কাজ শুরু তাং 2019 সাল এবং শেষ হয়েছে ২০২৩ সালে। এবং বর্তমানে স্লোভের কাজের জন্য জায়গা অধিকরন করা হচ্ছে এবং ৭ ধারার কাজ চলমান ফলে সময় বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে তিনি বলেন। তবে কবে নাগাদ এ কাজ শেষ হবে সেটি তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
তবে এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত ব্রিজের স্লোভের কাজ সম্পন্ন করার দাবি জানান।
কালের সমাজ//বা.প্র//এ.জে

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :