ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

৮ কার্যদিবসেই শেষ শিশু আছিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

কালের সমাজ | মো:হামিদ পারভেজ, ঝিনাইদহ মে ৮, ২০২৫, ১২:০৫ পিএম ৮ কার্যদিবসেই শেষ শিশু আছিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

৮ কার্যদিবসেই শেষ হলো মাগুরার শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার স্বাক্ষী শুনানী। বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে শেষ হয় এ স্বাক্ষ্য গ্রহণ। শেষ দিনে ঢাকা মেডিকেলের ফরেসনিক বিভাগের দুই চিকিৎসক ডাঃ মমতাজ আরা ও ডাঃ দেবিকা রায় এর স্বাক্ষ্য গ্রহণের মধ্যে দিয়ে শেষ হয়। এ নিয়ে মামলায় বাদিসহ মোট ২৯ জনের স্বাক্ষ্য নেওয়া হলো। আগামীকাল বৃহস্পতিবার ৩৪২ ধারায় আসামী পরীক্ষার দিন ধার্য্য করেছে আদালত। সকাল ১০ টার দিকে শুনানী শুরু হয়ে শেষ হয় ১১ টার দিকে।
 

এর আগে সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটুশেখসহ সকল আসামীদের আদালতে হাজির করা হয়।
 

আদালত সূত্রে জানা গেছে, মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় শিশু আছিয়ার বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে দন্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দন্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্টের অভিযোগ) এনে অভিযোগ গঠন করা হয়েছে।

 

গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী  গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়। গত ২৭ এপ্রিল মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়।


মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. মনিরুল ইসলাম মুকুল সাংবাদিকদের বলেন, ৮ কার্যদিবসেই শেষ হলো এ মামলার স্বাক্ষ্য গ্রহণ। আগামীকাল বৃহস্পতিবার ৩৪২ ধারায় আসামী হিটু শেখকে পরীক্ষার দিন ধার্য্য করেছে আদালত। তবে দ্রুততম সময়ের মধ্যেই এই মামলায় রায় প্রদান করবে বলে মনে করছি।

 

কালের সমাজ/ ঝি.প./সাএ
 

Side banner