ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরায় হত্যা মামলায় সাংবাদিক হাবিবুর রহমান কারাগারে

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি মে ৮, ২০২৫, ০৬:৩৭ পিএম সাতক্ষীরায় হত্যা মামলায় সাংবাদিক হাবিবুর রহমান কারাগারে

হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে সাতক্ষীরার সাংবাদিক হাবিবুর রহমান হাবিবকে। এর আগে হাবিবুর রহমান হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলামের আদালত।


এর আগে হাবিবুর রহমান হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। এ মামলায় তার আইনজীবী ছিলেন এ্যাড. আব্দুল মজিদ। আর রাষ্ট্র পক্ষের সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার তার জামিনের বিরোধিতা করেন।

আইনজীবী আব্দুল মজিদ বলেন, ৫ আগস্টের পর সাতক্ষীরার দেবহাটা উপজেলার তুমিহীন জনপদ খলিশাখালীতে ১ হাজার ৩২৮ বিঘা মৎস্য ঘেরে সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহাড়া দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। এঘটনার পর ২০২৪ সালের ১ নভেম্বর ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলা ভূমিহীন জনপদে সন্ত্রাসী ঘটনায় সেনাবাহিনী পুলিশ যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। 
এসময় গনপিটুনিতে সন্ত্রাসী কামরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়। যৌথবাহিনী এসময় ঘটনাস্থল থেকে ১৫ টি হাতবোমা, ৫টি দেশী দাসহ বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরে সেখানে অভিযান চালিয়ে ৬ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এঘটনায় নিহত কামরুল ইসলামের স্ত্রী তার স্বামীকে হত্যা করা হয়েছে উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় জমির মালিকদের আসামী করার পাশাপাশি সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামী করা হয়।

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে সাংবাদিক হাবিবুর রহমান বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের প্রার্থনা করলে আদালতের বিচারক মো: নজরুল ইসলাম তাকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার বলেন, মর্জিনা খাতুন তার স্বামীকে হত্যার মাধ্যমে হারিয়েছেন। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বিজ্ঞ আদালতের কাছে মর্জিনা খাতুনের স্বামীর হত্যা মামলার আসামি জামিন না মঞ্জুর করতে আবেদন করেছি।

 

কালের সমাজ/সা.প./ সাএ

 

 

Side banner
Link copied!