ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সংবাদ সংগ্রহের কাজে বাধা সাংবাদিকের উপর হামলা

কালের সমাজ ডেস্ক | মে ১০, ২০২৫, ০৫:০৮ পিএম সংবাদ সংগ্রহের কাজে বাধা সাংবাদিকের উপর হামলা

নগরীর ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসের পাশে শহীদ মিনারের জায়গা দখল কে কেন্দ্র করে হোটেল ব্যবসা। এ বিষয়ে সংবাদ সংগ্রহের কাজে বাধা দেন ১৫ নং ওয়ার্ড বিএনপি‍‍`র সদস্য যশোর বার্তার সাংবাদিক পরিচয়ে ওয়াহিদ হাসান দৈনিক প্রবাহের সিনিয়র সাংবাদিক মামুন হাওলাদারের উপর অতর্কিত হামলা চালায়।


এ হামলার ভিডিও চিত্র ধারণকালে সাংবাদিক আব্দুর রাজ্জাক এর মোবাইল তুলে ফেলে ও তার উপর হামলা চালায়। এই ঘটনা ভিডিও কড়ায় সাংবাদিক শেখ শান্ত ইসলামের উপর হামলা করে।

 

এ বিষয়ে ওয়াহিদ হাসান নিজেই শিকার করে বলে। তিনি সরকারি জায়গা দখল করে হোটেল ভাড়া দিছে। তিনি আরো বলে, আমি ওয়ার্ড বিএনপির সদস্য। আমি দৈনিক যশোর বার্তার সাংবাদিক কার কি করার আছে তোরা করে দেখা।


এলাকাবাসী শহিদুল বলেন, দীর্ঘ তিন বছর শহীদ মিনারের জায়গা দখল করে হোটেল করে আসছে ওয়াহিদ হাসান ও ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য মোঃ আলী আজিম রানা।

 

১ নং নেভি চেকপোস্ট মসজিদের খাদেম বলেন, তিন বছর পূর্বে সভাপতি টিটু ভাই মোঃ আলী আজিম রানাকে সাধারণ সম্পাদক করেন। এরপর থেকেই তিনি এই মাদ্রাসার বিদ্যুৎ ব্যবহার করে আসছে। এ বিষয়ে আমরা কিছু জানিনা।

এ বিষয়ে খালিশপুর থানার  অফিসার ইনচার্জ  বলেন হাতাহাতির ঘটনা ঘটছে , আমি একটা জিডি করতে বলছি । নন জিয়ার ৫০৬ এর একটা মামলা হবে ।

 

কালের সমাজ /খ.প./ সাএ

 

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!