"আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চাই এই শ্লোগানকে সামনে রেখে মধুখালী পৌরসভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য আয়োজনে এক বিশাল সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩মে) বিকাল ৪ টায় মধুখালী কাপড় বাজার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় মধুখালী পৌরসভা জামায়াতে ইসলামী সেক্রেটারি, খলিলুর রহমান এর সঞ্চলনায় ও পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সমাবেশের প্রধান অতিথি ফরিদপুর ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লা , বিশেষ অতিথি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি কামালউদ্দিন পৌরসভা শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি ইমরান খাঁন ,পৌরসভা ওলামা সভাপতি শরীফ আহম্মেদ বিল্লাল, পৌর জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, পৌর জামায়াতে ইসলামীর দায়িত্বশীল লিয়াকত আলী পৌর যুব বিভাগের সভাপতি জাহিদ বিন সিরাজ এসময় আরো বক্তব্য রাখেন, মধুখালী বাজার জুয়েলার্স সমিতির সভাপতি নিমাই কর্মকার ও সেক্রেটারি অরুন কর্মকার প্রমূখ।
কালের সমাজ/ এ.খ./ সাএ

                                                
            
         
                    
                    
                    
                    
                    
                    
                    
                    
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
          
আপনার মতামত লিখুন :