ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কিলোমিটার যানজট

কালের সমাজ ডেস্ক | জুন ১৪, ২০২৫, ১২:২৫ পিএম যমুনা সেতুর দুই প্রান্তে ৩০ কিলোমিটার যানজট

ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। এতে যাত্রীচাপ বেড়ে যাওয়ায় শনিবার (১৪ জুন) সকাল থেকে যমুনা সেতুর দুই প্রান্তে প্রায় ৩০ কিলোমিটারজুড়ে দেখা দিয়েছে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি।

 

সিরাজগঞ্জ অংশে সেতুর পশ্চিম গোল চত্বর থেকে শুরু করে কড্ডার মোড়, ঝাঐল ওভারব্রিজ, নলকা মোড় হয়ে সীমান্ত বাজার পর্যন্ত ঢাকা অভিমুখী লেনে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে।

 

অন্যদিকে, টাঙ্গাইলের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে একই চিত্র দেখা যাচ্ছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়, সেতুর ওপর দুর্ঘটনা এবং বিকল গাড়ির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ বলেন, "রাতে সেতুর ওপর একটি পিকআপ ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে যান চলাচলে জটলা তৈরি হয়। সকাল থেকে সেটি ধীরে ধীরে বাড়তে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।"

 

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, “ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে যানবাহনের চাপ ব্যাপকভাবে বেড়েছে। ফলে সকাল থেকে ধীরগতির সৃষ্টি হয়েছে।”


পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, “ফেরতযাত্রীদের চাপ ও টোল আদায়ে ধীরগতির কারণে যান চলাচল কখনও থেমে থেমে আবার কখনও পুরোপুরি বন্ধ হয়ে পড়ছে।”

 

ফলে দীর্ঘ এই যানজটে পড়েছেন হাজার হাজার মানুষ। ঈদের আনন্দ শেষে ফেরার পথে যাত্রাপথ হয়ে উঠেছে দুর্ভোগের নাম।

 

কালের সমাজ/এ. স. / সাএ

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!