“গাছ লাগানো শুধু প্রকৃতি রক্ষার কাজ নয়, এটি একটি জাতীয় দায়িত্ব।”—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম.এ মতিন। তিনি বলেন, “জলবায়ু সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ গড়ে তুলতে হলে সবাইকে গাছ লাগাতে হবে।”
শুক্রবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি হুদা রেজাউন্নবীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম.এ মতিন।
তিনি বলেন, “শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে শুধু রাজনীতির মাঠে নয়, প্রকৃতির প্রতিও আমাদের দায়িত্ববোধ থাকতে হবে। একটি গাছ মানে একটি ভবিষ্যৎ। এটি শুধু একটি চারা নয়, বরং একটি জীবন্ত আশ্রয়, খাদ্যের উৎস, বিশুদ্ধ বাতাসের নিশ্চয়তা এবং জীববৈচিত্র্য রক্ষার প্রতীক।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.কে.এম নাজমুল হক নাজু, সদস্য অ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগ, উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম, কৃষকদলের আহ্বায়ক এমদাদুল হক সুলতান, তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর জব্বার মোল্লা, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জুয়েল, যুবদলের সভাপতি আব্দুস সালাম ও ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি মহানগর শাখার সদস্য মাহাফুল হাসনাইন হিকোল, তানোর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শরিফ উদ্দীন মুন্সি এবং তানোর পৌর ছাত্রদল নেতা জান্নাতুল আলম জেমস।
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউর রহমান মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, আখেরুজ্জামান সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন খান, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামশুল ইসলাম বাদল, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম দুলাল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাচ্চু রহমান মোল্লা, সহসভাপতি আজাহার হোসেন, মোশারফ হোসেন, ফজলে রাব্বী তুশার এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি সানোয়ারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, বিএনপি কেবল নির্বাচনমুখী রাজনৈতিক দল নয়, এটি জনগণের অধিকার আদায়ের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও দায়িত্বশীল ভূমিকা রাখছে। দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশ রক্ষার উদ্যোগও গ্রহণ করছে বিএনপি।
অনুষ্ঠান শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ উদ্যোগে বাড়ির আঙিনা কিংবা পতিত জমিতে গাছ রোপণে উৎসাহ পান।
আয়োজকরা জানান, এ কর্মসূচি শুধু একদিনের নয়; পুরো জুলাই মাসজুড়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং রাস্তার পাশে গাছ লাগানো হবে। এতে স্থানীয় তরুণ ও ছাত্রসমাজ সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :