ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সদরপুরে বিএনপির এক তরফা কমিটির প্রতিবাদে মানববন্ধন

কালের সমাজ সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি জুলাই ৮, ২০২৫, ০৩:৫৪ পিএম সদরপুরে বিএনপির এক তরফা কমিটির প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের সদরপুরে উপজেলা বিএনপির কমিটিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদি কর্মীদের দিয়ে একতরফা কমিটি পুনঃ বহাল করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির একাংশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রধান সড়কে  এ কর্মসূচি পালিত হয়। এতে দলীয় শতাধিক নেতাকর্মী অংশ নেন।

 

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ বাবুল মুন্সি, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল বাবু মোল্লা, সাবেক বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রাশেদ, সাবেক কৃষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাদেক মোল্লা,  চর নাছির পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুন মোল্লা,  ঢেউখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাকিম বাছাড় ও অন্যন্যরা। 


বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলীয় দুঃসময়ে যারা পাশে ছিল, আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত হয়েছে—তাদের উপেক্ষা করে যারা হাইব্রিড ও সুবিধাবাদী হিসেবে পরিচিত, তাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। দলটির কাছে আমারা এ একতরফা কমিটির বাতিল চেয়ে নতুন কমিটি আহব্বান জানান।

 

কালের সমাজ/ ফ. প./ সাএ


 

Side banner
Link copied!