ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

লামায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন প্রশাসক মো.মঈন উদ্দিন

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম, বান্দরবান জেলা প্রতিনিধি জুলাই ২৩, ২০২৫, ০৪:০৯ পিএম লামায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন প্রশাসক মো.মঈন উদ্দিন

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ এই কার্যক্রম বাস্তবায়ন করে।


গত মঙ্গলবার (২২ জুলাই) বিকালবেলায় লামা পৌরসভার ৯নং ওয়ার্ড শিলেরতুয়া এলাকায় মেসার্স সাইমুম নার্সারিতে পরিবেশ বিরোধী আকাশমনী ও ইউক্যালিপটাস ১ লাখ ৫৫ হাজার চারা গাছ ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈন উদ্দিন সহযোগিতা ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার শাকিলা আক্তার, উল্লেখিত গাছের ক্ষতিকারক বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান বলেন, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ অন্যান্য গাছের তুলনায় অতিরিক্ত পানি শোষণ করে এবং পাতা মাটিতে পচনের ফলে মাটির (পিএইচ) কমিয়ে দেয়। ফলে মাটির এসিডক হয়। ফলে ফসল সঠিক ভাবে বেড়ে উঠতে পারে না।


তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক উল্লেখিত গাছের চারা উৎপাদন রোপন ও বিক্রি করা যাবে না। বিক্রি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি মেসার্স সাইমুম নার্সারিতে মালিকদের নার্সারি গাইড লাইন ২০০৮ মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।


লামা নির্বাহী কর্মকর্তা মো.মঈন উদ্দিন বলেন, সারাদেশে আকাশমণি-ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংসে মাঠপর্যায়ে অভিযান শুরু করেছে কৃষি বিভাগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা এবং কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার পর এ কার্যক্রম শুরু হলো। পরিবেশ ও মাটির ক্ষতি করে এমন গাছ হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারি উদ্যোগে এসব চারা উৎপাদন, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে কৃষি বিভাগের অধীন মাঠপর্যায়ের কর্মীরা নার্সারি ও সরকারি প্রতিষ্ঠান থেকে গাছের ধ্বংস করছেন। সঙ্গে প্রতিটি গাছের জন্য দেওয়া হচ্ছে ৪ টাকা করে প্রণোদনা। পাশাপাশি নার্সারি মালিকরা আর এ চারা উৎপাদন করবেন না এমন অঙ্গীকারও করছেন।পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী এসব প্রজাতির বদলে।


উপজেলা কৃষি অফিস থেকে নারিকেল, আম, কাঁঠাল, নিম, তালসহ নানা দেশি গাছের চারা বিনামূল্যে বিতরণ করছেন।


কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!