ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সাতক্ষীরায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

কালের সমাজ | এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি জুলাই ২৮, ২০২৫, ০৬:২৫ পিএম সাতক্ষীরায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

সাতক্ষীরায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতালে আয়োজনে সোমবার সকাল ১০ টায় হাসপাতালের স্বাস্থ্য শিক্ষা কর্নারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালে ডেন্টাল সার্জন ডাঃ জি এম নুর ইসলাম, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স ডাঃ মোঃ হাবিবুর রহমান,কনসালটেন্ট ডাঃ মোঃ দেলোয়ার হোসেন,ডাঃ মোঃ রিয়াদ হাসান,ইমাজেন্সী মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুল মজিদ, মেডিকেল আফিসার ডাঃ সুমনা, (আয়ুবেদিক) ডাঃ মোঃ সাইদুল আলম (হোমিও) ডাঃ পার্থ কুমার দে,মেডিকেল অফিসার ডাঃ মোঃ রাশেদুজ্জামান, ডাঃ পলাশ কুমার সরকার, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, প্রধান সহকারী এম কে আশেক নওয়াজ, নার্সিং সুপারভাইজার গৌরি রানি মন্ডল, সদর হাসপাতালের প্রধান সহকারী মাসুম বিল্লাহ প্রমুখ।

জুলাই পূনর্জাগরণ উপলক্ষে হাসপাতালে ফ্রি টিকিট প্রদান, রক্তের গ্রুপ পরীক্ষা সহ অন্যান্য সেবা প্রদান করা হয়। এ সময় স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!