ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

লামায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ পরিদর্শন করেন ইউএনও মো. মঈন উদ্দিন

কালের সমাজ | মো. ইসমাইলুল করিম বান্দরবান জেলা প্রতিনিধি জুলাই ২৮, ২০২৫, ০৬:২৯ পিএম লামায় পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ পরিদর্শন করেন ইউএনও মো. মঈন উদ্দিন

পার্বত্য জেলা বান্দরবানের লামার উপজেলায় টানা বৃষ্টির কারণে লামামুখ এলাকায় পাহাড় ধসে পড়েছে। দু‍‍`দিন গভীর রাতে টানা বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। তবে পাহাড় ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৮ জুলাই) ভোর রাতে লামা পৌরসভার ৫ নং  ওয়ার্ডের লামামুখ-রাজবাড়ী সড়কে এই ধসের পঠে।যার ফলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় এই ধসের পড়ে। ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে।

এতে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে।তবে খবর পেয়ে স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে দেখা যায়।স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ভোরে সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ে। আমরা বিষয়টি দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাই।

সড়কটি দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা এবং লামামুখ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা চলাচল করেন। দ্রুত মাটি ও পাথর সরিয়ে নিলে স্থানীয়দের চলাচল স্বাভাবিক হবে।ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, এখানে বড় একটি পাহাড় ধসে পড়েছে, লামা উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষে একা এতো মাটি দ্রুত সরিয়ে নেওয়া মতো লজিস্টিকস নেই। আমরা এ বিষয়ে সেনাবাহিনী সহযোগিতা চেয়েছি। আগামীকাল মাটি সরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। তবে সকলের সমন্বিত প্রচেষ্টায় দ্রুত মাটি সরিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!