ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, স্বামী পলাতক

কালের সমাজ | সাফিজল হক তানভীর, শেরপুর প্রতিনিধি আগস্ট ৯, ২০২৫, ০২:২৭ পিএম শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, স্বামী পলাতক

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে নির্যাতন করে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছেন খলিলুর রহমান (৭০) নামে এক ব্যক্তি। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী খোরশেদা বেগম (৬৫) দীর্ঘদিন ধরে শয্যাশায়ী এবং চলাফেরায় অক্ষম ছিলেন। সন্তানরা বিবাহিত হয়ে আলাদা থাকায় তার দেখাশোনা করতেন স্বামী খলিলুর রহমান। ঘটনার দিন বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খলিলুর রহমান বাড়ির উঠানে গর্ত খুঁড়ে স্ত্রীকে সেখানে ফেলে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি তাকে শারীরিকভাবে আঘাত ও গালিগালাজও করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। ভিডিওতে দেখা যায়, অসুস্থ নারীটি মাটিতে পড়ে আছেন, পাশে রয়েছে খোঁড়া গর্ত।

স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন, “এ ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন অসুস্থ নারীকে এভাবে কবর দেওয়ার চেষ্টা সমাজের জন্য কলঙ্কজনক। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

ঘটনার পর থেকে এলাকাজুড়ে নিন্দার ঝড় বইছে। মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে ভুক্তভোগী নারী প্রতিবেশীদের তত্ত্বাবধানে আছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, “ভিডিও দেখে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে অভিযুক্ত পালিয়ে যান। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!