ঢাকা শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও মা সমাবেশ

কালের সমাজ | আরমান হক বিশাল , শ্রীবরদী (শেরপুর) আগস্ট ১১, ২০২৫, ০৪:৫৫ পিএম প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও মা সমাবেশ

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন , ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করার লক্ষ্যে শ্রীবরদী উপজেলার বারারচর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার এক অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শহিদুজ্জামান ও জনাব মোঃ আব্দুল হাই। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল করিম চেয়ারম্যান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রদান, অভিভাবকের সক্রিয় অংশগ্রহণ এবং ঝরে পড়া রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা আরও বলেন, প্রাথমিক শিক্ষা শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন নয়, বরং শিক্ষার্থীর মানসিক, নৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সমাবেশে শিক্ষক, অভিভাবক ও অতিথিবৃন্দ শিক্ষার মান উন্নয়নে  একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং প্রাথমিক শিক্ষার সার্বিক অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!