কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের জনবহুল দাসপাড়া মহল্লায় প্রবেশে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। মহল্লাটিতে যাওয়ার প্রধান সড়ক থানার পাশ দিয়ে হলেও বর্তমানে কুলিয়ারচর বাজার থেকে উপজেলা মোড় পর্যন্ত উন্নয়ন কাজ চলমান থাকায় ওই সড়কটি ব্যবহারযোগ্য নয়।
বিকল্প হিসেবে কুলিয়ারচর বাজার লঞ্চঘাট থেকে দাসপাড়া পর্যন্ত নতুন রাস্তার টেন্ডার হলেও কেবল কিছু মাটি ভরাটের পর কাজ বন্ধ হয়ে যায়। এরই মধ্যে বর্ষা মৌসুমে কালীনদীর পানিতে রাস্তাটি ভেঙে মাটি সরে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে পথচারী ও যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, একদিকে উন্নয়ন কাজের কারণে প্রধান সড়ক বন্ধ, অন্যদিকে বিকল্প সড়ক নদীর পানিতে ভেঙে যাওয়ায় তারা দ্বিগুণ দুর্ভোগে পড়েছেন। দ্রুততম সময়ের মধ্যে ভেঙে যাওয়া মাটির রাস্তা সংস্কারের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দাসপাড়া মহল্লাবাসী।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :