ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সাতক্ষীরায় জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়নে মতবিনিময় সভা‍‍`

কালের সমাজ এম রফিক, সাতক্ষীরা প্রতিনিধি আগস্ট ২০, ২০২৫, ০৪:৩৮ পিএম সাতক্ষীরায় জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়নে মতবিনিময় সভা‍‍`

অ্যাওসেড ও কেয়ার বাংলাদেশে যৌথভাবে বিএমজেড অর্থায়িত ম্যাপ-সিডিআরএফআই প্রকল্পের অধীনে সাতক্ষীরা কেন্দ্রিয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জেলা পর্যায়ের “জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সংক্রান্ত পরামর্শ ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। উপকূলীয় অঞ্চলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের অভিজ্ঞতা ও সুপারিশ জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেণ সাতক্ষীরা জেলা ম্যাপের যুগ্ম আহবায়ক মাধব চন্দ্র দত্ত।

 

সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এডিশনাল ডেপুটি ডাইরেক্টর মোঃ জামাল উদ্দিন । 

 

সভায় বলা হয় অনুযায়ী বাংলাদেশ বিশ্বের জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশের মধ্যে ৭ম। 

 

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, অস্বাভাবিক বৃষ্টিপাত, নদীভাঙন ও ঘনঘন দুর্যোগে জীবন, জীবিকা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপকূলীয় জনগণের ৭০ দশমিক ২ শতাংশ ঘরবাড়ি, ফসল, গবাদিপশু ও পানির উৎসে ক্ষতি ভোগ করছে।

 

সাতক্ষীরায় ৪১ হাজার ৭৮৮ হেক্টর জমি প্লাবিত, যার মধ্যে ১৮ হাজার ৩৪০ হেক্টর ফসল নষ্ট হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি। উপকূলীয় অঞ্চলের প্রায় ১.৫২ কোটি মানুষ ২০৫০ সালের মধ্যে বসতবাড়ি হারাতে পারে, যাদের একটি বড় অংশ শহরমুখী হয়ে দারিদ্র্য ও সামাজিক অস্থিরতার ঝুঁকিতে পড়বে।

 

আলোচনায় অংশ নেন খুলনা বিভাগীয় ম্যাপ-এর যুগ্ম আহবায়ক শিরিনা বেগম, অ্যাওসেড-এর হেড অব প্রোগ্রাম ও অপারেশন্স শংকর রঞ্জন সরকার, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান , ডা. দিলারা বেগম, ভারতেশ্বরী বিশ্বাস সুশান্ত, বিশ্বজিৎ মুন্ডা প্রমুখ। 

 

কালের সমাজ/এ.র./সাএ

 

 

Side banner
Link copied!