নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ আরিফ হোসেন(২৭) কে আটক করেছে র্যাব-১০ ও র্যাব-১১।
আসামি আরিফ হোসেন মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার লস্করদী এলাকার মোঃ সানাউল্লাহ মিয়ার ছেলে।
বুধবার (২০আগস্ট) সকালে র্যাব-১০ এর প্রেসব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন।
এতে জানায়, মুন্সীগঞ্জের বিজ্ঞ আদালত গজারিয়া থানার মামলা নং ১৪(০৩)১১ এর রায়ে পেনল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড সহ দশ হাজার (১০,০০০) টাকা অর্থ দন্ড ও আরো ছয়(৬) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। তাঁর পর থেকেই আসামি আরিফ হোসেন আত্ন গোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গত মঙ্গলবার (১৯আগস্ট) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের বারদী বাজার থেকে সন্ধ্যা (৭:৪০)র্যাব-১০ এবং র্যাব-১১যৌথ অভিযানে আটক করা হয়।
আটক কৃত আসামিকে মুন্সীগঞ্জের,গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কালের সমাজ/ খ.স./ সাএ
আপনার মতামত লিখুন :