ঢাকা রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ঘোড়াঘাটে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট

কালের সমাজ ডেস্ক | সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৬:২৬ পিএম ঘোড়াঘাটে ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর বাজার এলাকায় সড়কের দুই পাশে প্রায় পাঁচ ফুট প্রশস্ত ফুটপাত দখল করে গড়ে উঠেছে সারি সারি দোকানপাট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘিরে ড্রেন মাটি ভরাট করে বসানো হয়েছে অবৈধ দোকানও। এতে পথচারীরা হাঁটার জায়গা না পেয়ে পড়ছেন চরম বিড়ম্বনায়, আর সড়কে যান চলাচল হচ্ছে ঝুঁকিপূর্ণ।

সরেজমিন দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে শুরু করে বাজার তিনমাথা মোড় হয়ে ওসমানপুর-রানীগঞ্জ রোড এবং ওসমানপুর দারুল কুরআন কওমি মাদরাসা রোড পর্যন্ত পুরো ফুটপাত দখল হয়ে গেছে। খাবারের হোটেল, সবজি-মাছসহ বিভিন্ন দোকান বসেছে সড়কজুড়ে। বিশেষ করে তিনমাথা মোড়ে মাছ ব্যবসায়ীরা হাঁড়ি-পাতিল সাজিয়ে রাস্তার মাঝেই দোকান বসিয়ে দিনভর মাছ বিক্রি করছেন। এতে চারপাশে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ, পাশাপাশি যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ফুটপাত দখল থাকায় সড়কের ওপরই পার্কিং করছে সিএনজি, রিকশা, ভ্যান ও ইজিবাইক। এতে রাস্তা আরও সরু হয়ে গেছে। পথচারী ও চালকদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হচ্ছে, ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অথচ এসব দোকানের জন্য বাজারের নির্ধারিত স্থান থাকলেও সেখানে ব্যবসায়ীরা বসছেন না।

মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানান, বাজারের ভেতরে মাছ বিক্রি করলে ক্রেতা কম আসে। তাই যাতায়াতকারীদের আকৃষ্ট করতে রাস্তার পাশে দোকান বসাতে বাধ্য হচ্ছেন। এতে নির্ধারিত মাছহাটের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও স্বীকার করেন অনেকে।

স্থানীয়রা অভিযোগ করেন, রাজনৈতিক নেতাকর্মী ও বাজার ইজারাদারদের যোগসাজশেই চলছে এই দখলবাণিজ্য। টাকা নিয়ে ফুটপাত দখল হস্তান্তরের কথাও শোনা যাচ্ছে। যদিও বাজারের ইজারাদার বাবুল হোসেন দাবি করেন, তিনি বহুবার দোকানদারদের সরতে বলেছেন। তবে টাকার বিনিময়ে জায়গা দেওয়ার অভিযোগ এড়িয়ে যান তিনি।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এ অবস্থা চললেও পৌরসভা বা উপজেলা প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। কয়েক মাস আগে সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদ অভিযান চালালেও অল্প সময়ের মধ্যেই আবারও দখলদাররা জায়গা দখল করে নেয়। স্থানীয়দের প্রশ্ন—প্রশাসনের চোখের সামনেই চলতে থাকা এই দখলবাণিজ্য বন্ধে উদ্যোগ নেবে কে?

কালের সমাজ//র.ন

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!