ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ঝিনাইদহে মানব কল্যাণ সংঘের উদ্যোগে দারিদ্র পরিবারের পাশে: গৃহপালিত ছাগল উপহার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | সেপ্টেম্বর ২২, ২০২৫, ০১:৫১ পিএম ঝিনাইদহে মানব কল্যাণ সংঘের উদ্যোগে দারিদ্র পরিবারের পাশে: গৃহপালিত ছাগল উপহার

ঝিনাইদহের মানব কল্যাণ সংঘ সামাজিক উন্নয়নের জন্য এক দারিদ্র পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার দুপুরে সদর উপজেলার ভেন্নাতলা গ্রামে দিনমজুর রত্না খাতুনের হাতে একটি গাভী ছাগল তুলে দেওয়া হয়। রত্না খাতুন তিন সন্তানের জননী এবং দীর্ঘদিন অর্থনৈতিক অসচ্ছলতায় ভুগছিলেন।

সংগঠনের আহ্বায়ক মো. সজীব আহাম্মদ বলেন, “আমরা মানবতার কল্যাণে আঙ্গিকারবদ্ধ। আমাদের পঞ্চম সাবলম্বি প্রকল্পের মাধ্যমে এই পরিবারকে সাহায্য করতে গৃহপালিত পশু প্রদান করা হলো। এই উদ্যোগ তাদের জন্য স্থায়ী জীবিকার পথ খুলে দেবে।”

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলমগীর হোসেন, কোষাধাক্ষ রুবাইয়েদ হোসেন, দপ্তর সম্পাদক মো. আকাশসহ মানব কল্যাণ সংঘের সকল সদস্যবৃন্দ।

আহ্বায়ক আরও জানান, সংগঠন ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত—অসহায় চায়ের দোকানের মালামাল সরবরাহ, দারিদ্র্যজনিত অসুস্থদের ওষুধ প্রদান, ভাঙা রাস্তা সংস্কার, মেধাবী শিক্ষার্থীদের কলেজে ভর্তি সহায়তা ইত্যাদি। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগের মাধ্যমে আরও বহু দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করে তোলা সম্ভব হবে।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!