ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

নোয়াখালী পৌর আওয়ামী লীগ সভাপতি ঢাকায় গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী | সেপ্টেম্বর ২২, ২০২৫, ০২:১২ পিএম নোয়াখালী পৌর আওয়ামী লীগ সভাপতি ঢাকায় গ্রেফতার

নোয়াখালী পৌর আওয়ামী লীগ শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে ঢাকায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “ঢাকায় ডিবি পুলিশের একটি দল পিন্টুকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে সুধারাম থানায় একটি বিস্ফোরক মামলাও রয়েছে।”

পূর্বে, রোববার রাতের দিকে ঢাকার ধানমন্ডি এলাকার দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পিন্টুর বাড়ি নোয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকায়। জানা যায়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পিন্টু আত্মগোপনে ছিলেন।

কালের সমাজ // র.ন

Side banner
Link copied!